অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল খেলবে দুটি বড় ম্যাচ – প্রথমে জাপানের বিপক্ষে, এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কিন্তু এই ম্যাচগুলোর আগে বড় দুশ্চিন্তায় সেলেসাও। কারণ একের পর এক তারকা খেলোয়াড় ইনজুরিতে মাঠের বাইরে। নেইমার, রাফিনহা, মারকুইনহোসের মতো অভিজ্ঞ তারকারা না থাকায় নতুন খেলোয়াড়দের সামনে এসেছে নিজেদের প্রমাণ করার সুযোগ।
তবে সুখবরও আছে ব্রাজিল সমর্থকদের জন্য। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। এ ছাড়া মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতা। রক্ষণভাগে এদার মিলিতাও আর গ্যাব্রিয়েল মাগালহেইসের দায়িত্ব অনেকটা বেড়ে যাবে।
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ? কার জায়গায় কে নামতে পারেন? ইনজুরিতে ভুগলেও কি তরুণরা দায়িত্ব সামলাতে পারবে? নাকি এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে চাপে পড়ে যাবে ব্রাজিল? সবকিছু জানুন এই ভিডিওতে।
Tag..
Brazil squad 2025, Brazil vs Japan 2025, Brazil Japan match, Brazil XI vs Japan, Brazil starting XI, Brazil lineup, Neymar injury 2025, Neymar not playing, Raphinha injury, Marquinhos injury, Vinicius Junior Brazil, Rodrygo Brazil, Gabriel Martinelli Brazil, Casemiro Brazil, Lucas Paqueta, Brazil football updates, Brazil World Cup 2026 squad, Brazil national team news, Seleção news, Brazil friendly match
#Brazil #BrazilSquad #BrazilvsJapan #Neymar #ViniciusJr #Rodrygo #Marquinhos #Raphinha #Selecao #FootballNews #WorldCup2026 #BrazilFootball #JapanFootball #InternationalFriendly #SoccerUpdates #FootballHighlights #BrazilXI
